“থিমপুজোয় গান বাজে না, সরোদ-সেতারের সাউন্ডট্র্যাকে হারিয়ে গিয়েছে পুজো প্যান্ডেলের গান,” খানিক আফসোসই হয় রূপঙ্করের। তবে পুজো মানে তো পুজোই, উত্তেজনাটা থাকেই, জানাচ্ছেন অন্বেষার। সুরজিতের অভিজ্ঞতা, জেলার পুজোয় এখনও লাউডস্পিকারে গান বাজে, বেশির ভাগই অবশ্য পুরনো দিনের পুজোর গান। দেবলীনা কুমারের বাড়িতেই পুজো হয়, তাঁর কাছে পুজোর গানের মানে কী? ক্যাসেট-সিডি থেকে হালফিলের ইন্টারনেট— সুরেলা আড্ডায় দুই প্রজন্মের শিল্পীরা।