পশ্চিমবঙ্গ বিধানসভায় আসছে ধর্ষণ বিরোধী বিল। ধর্ষণের ঘটনায় ‘দশ দিনের মধ্যেই বিচার’, আগামী সপ্তাহেই অধিবেশন ডেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন বিল পাশ করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়ে এই ঘোষণা করেন মমতা। এই মঞ্চ থেকেই আবার ধর্ষণ বিরোধী বিল কেন আনছে না কেন্দ্র, সেই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে বিরোধীদের প্রচারের বিরোধিতা করে হাথরস এবং মণিপুরের ঘটনার উদাহরণ দিয়ে পাল্টা যোগী আদিত্যনাথ এবং বীরেন সিংহের পদত্যাগ দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।