Kolkata Doctor Rape-Murder Case

‘সব ধ্বংস হয়ে গিয়েছে’, স্বাস্থ্যমন্ত্রী মমতার প্রশাসন নিয়েই প্রশ্ন প্রাক্তন তৃণমূল সাংসদের?

“হাসপাতালের প্রশাসন ধ্বংস হয়ে গিয়েছে, সে কারণেই এমন ঘটনা ঘটছে”, আরজি কর-কাণ্ডে মমতার প্রশাসন নিয়েই প্রশ্ন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সঙ্ঘমিত্রার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ১৬:৩৪
Share:
Advertisement

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে মিছিল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে পায়ে পা মেলালেন বোলান গঙ্গোপাধ্যায়, চৈতী ঘোষাল, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা। এ দিনের মিছিলে ছিলেন বর্ধমান পূর্বের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সঙ্ঘমিত্রাও।

প্রাক্তন সাংসদের বক্তব্য, “হাসপাতালের প্রশাসন ব্যবস্থা পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে, সে কারণেই এমন ঘটনা ঘটছে।” সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “রাজ্যে কোনও শাসন নেই। স্বজনপোষণ এমন জায়গায় পৌঁছেছে, কেউ আর কাউকে মানবে না। মুখ্যমন্ত্রীর হাত থেকেই ব্যাপারটা বেরিয়ে গেল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement