Partha Chatterjee

‘আমি কোন দিন প্রভাবশালী ছিলাম না, আজও নই’, বললেন পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হয়। পায়ের অসুবিধার কারণে সিঁড়ি ভাঙতে পারেননি তিনি, কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল শুনানি হয়।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১৮:৩৩
Share:
Advertisement

‘আমি কোনওদিন প্রভাবশালী ছিলাম না, আজও নই। আমি দ্রুত বিচার চাই’ আদালত লকআপ থেকে বেরোনোর সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটাই বলেন পার্থ চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে আদালত চত্বরে উপস্থিত থাকা সত্ত্বেও আদালত লকআপে ভার্চুয়াল শুনানি হয় পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থের তরফে আদালতের কাছে আবেদন জানানো হয় যে তাঁর পা ফুলে গেছে। তিনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না। এরপর আদালত লকআপ চত্বর থেকে ভার্চুয়াল শুনানি হয়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে জামিনের জন্য আবেদন জানানো হয়নি। পার্থ চট্টোপাধ্যায়কে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement