প্রতিবেদন: রাহুল, চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: সৌম্য
এক ভয়ঙ্কর সুন্দর অরণ্যের নাম সুন্দরবন ।এই বিস্তীর্ণ বনভূমিতে প্রায় একসঙ্গেই বাঘের সঙ্গে ঘর করে সেখানের অধিবাসীরা। তাঁরা বাঘের সঙ্গে লড়াই করে শুধু বেঁচে থাকার চেষ্টা করে। মধু সংগ্রহ করতে গিয়ে কিংবা মাছ, কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই বাঘের শিকারে পরিণত হয় সেখানকার মানুষেরা। আবার কেউ কেউ বাঘের সঙ্গে লড়াই করে মৃত্যুমুখ থেকেও ঘরে ফিরে আসে। এমনই এক জন সুন্দরবনের সোনা গাঁয়ের গৌর মাইতি। এই প্রথম বাঘের সঙ্গে তাঁর লড়াইয়ের সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। শুনল আনন্দবাজার অনলাইন।