Royal Bengal Tiger Of Sundarban

খুবলে নিয়েছিল চোখ, ছিঁড়ে ফেলেছিল মাথার চামড়া! বাঘের সঙ্গে লড়ে বাড়ি ফিরেছিলেন গৌর

“বাঘের সামনে সামান্য অসতর্ক হলেই, তুমি শেষ!”, বাঘের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোনা গাঁয়ের গৌর, বিমল, ভোলা মাইতিরা।

প্রতিবেদন: রাহুল, চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: সৌম্য

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সুন্দরবন  শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৪ ১২:৫১
Share:
Advertisement

এক ভয়ঙ্কর সুন্দর অরণ্যের নাম সুন্দরবন ।এই বিস্তীর্ণ বনভূমিতে প্রায় একসঙ্গেই বাঘের সঙ্গে ঘর করে সেখানের অধিবাসীরা। তাঁরা বাঘের সঙ্গে লড়াই করে শুধু বেঁচে থাকার চেষ্টা করে। মধু সংগ্রহ করতে গিয়ে কিংবা মাছ, কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই বাঘের শিকারে পরিণত হয় সেখানকার মানুষেরা। আবার কেউ কেউ বাঘের সঙ্গে লড়াই করে মৃত্যুমুখ থেকেও ঘরে ফিরে আসে। এমনই এক জন সুন্দরবনের সোনা গাঁয়ের গৌর মাইতি। এই প্রথম বাঘের সঙ্গে তাঁর লড়াইয়ের সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। শুনল আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement