Bengal SSC Recruitment Case
চাকরি হারালেন এক স্কুলেরই আট জন! গরমের ছুটির শেষে আবার শুরু হবে ক্লাস, কিন্তু পড়াবেন কে?
আদালতের কলমের খোঁচায় খারিজ হয়ে যাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের তালিকায় ঢুকে পড়েছে উত্তর ২৪ পরগণার গোপালনগরের ন’হাটা সারদাসুন্দরী বালিকা বিদ্যামন্দিরের নাম।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১০:২১
২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীর। আর সেই তালিকায় ঢুকে পড়ল উত্তর ২৪ পরগণার গোপালনগরের ন’হাটা সারদা সুন্দরী বালিকা বিদ্যা মন্দিরের নাম। ১৯৬৭ সালে তৈরি। ছাত্রী সংখ্যা প্রায় ১৭০০। আর শিক্ষিকা ৩০জন। এত পড়ুয়াকে সামলাতে হিমশিম খেতেন শিক্ষিকারা। তার মধ্যেই হঠাৎ বাদ পড়ে গেলেন ৮ জন শিক্ষিকা ও একজন গ্রুপ ডি শিক্ষাকর্মী।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)