এত বছর পর আইসিসি পর্যায়ের কোনও প্রতিযোগিতায় ট্রফি জেতার পর উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে সর্বত্র। আনন্দে আত্মহারা বিসিসিআই ১২৫ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করে দিয়েছে। সেই অর্থ দলের সকলের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে দেওয়া হবে। জয় শাহের বোর্ডের হিসাব ছিল, দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেককে দেওয়া হবে ৫ কোটি টাকা করে। দলের প্রধান কোচ রাহুলও পুরস্কার হিসাবে পাবেন সেই ৫ কোটি টাকা। কোচিং স্টাফেরা পাবেন আড়াই কোটি টাকা করে। দল নির্বাচন এবং যে সমস্ত বিসিসিআই সদস্য় দলের সঙ্গেই বিশ্বকাপে ঘুরেছেন, তাঁরা প্রত্যেকে পাবেন ১ কোটি টাকা করে। বিশ্বকাপ জেতার আনন্দে পুরস্কারমূল্য নিয়ে কেউই মাথা ঘামাননি। কিন্তু বিসিসিআই সূত্রে খবর, আপত্তি এসেছে স্বয়ং দ্রাবিড়ের কাছ থেকে।