কেউ বাড়ি থেকে আলাদা হয়ে যেতে চাইলেই ওঠে নানা প্রশ্ন। তা ঘিরে তাই তৈরি হয় আতঙ্ক, লজ্জা। কিন্তু সব সময়ে বৃহত্তর পরিবারের সঙ্গে থাকাও সহজ হয়ে ওঠে না। মতে অমিল হোক কিংবা অন্য কোনও কারণ, রোজের জীবনে শান্তি বজায় রাখতে পরিবার থেকে দূরে থাকার চিন্তা অনেকের মনেই আসে। সিদ্ধান্ত নিতেও হয়। অথচ সেই সিদ্ধান্ত ঘিরে যেমন বহু সময়ে তৈরি হয় অস্বস্তি, কখনও তা ব্যক্তিগত সম্পর্কে বাধা হয়েও দাঁড়ায়। আনন্দবাজার অনলাইনের ইউটিউব এবং ফেসবুকের অনুষ্ঠান ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’-র সপ্তম পর্বে এই অস্বস্তিই ছিল আলোচনায় বিষয়। ‘বাড়ি থেকে যদি আলাদা হই’ প্রসঙ্গে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়।