কেউ মুড়ি তেলেভাজা হাতে, কেউ বা খালি হাঁড়ি নিয়ে চাকরির দাবিতে হাঁটলেন মিছিলে
মিছিলে সারি সারি মুখ। তাঁদের ভিন্ন ভিন্ন দাবি। কেউ চান চাকরিতে নিয়োগ, কেউ স্থায়ী চাকরি। কারোর আবার দাবি মহার্ঘ ভাতা।
প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২০:৩৯
Share:
Advertisement
মহার্ঘ ভাতার দাবিতে ফের মিছিল। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মিছিলে পা মেলালেন বঞ্চিত চাকরিপ্রার্থীরাও। হাজরা মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত চলে মিছিল। হাওড়া ও শিয়ালদহ থেকে আরও দুই মিছিল এসে পৌঁছয় শহীদ মিনারে।