‘সকলেই সকলকে আড়চোখে দেখে’। এই ডিজিটাল যুগে কি সন্দেহ প্রবণতা বাড়ছে? সন্দেহের কারবারি যাঁরা, সেই ‘প্রাইভেট ডিটেকটিভ’দের কি তা হলে ব্যবসাবৃদ্ধি হচ্ছে? এই মুহূর্তে কলকাতায় একাধিক বেসরকারি গোয়েন্দা সংস্থা ব্যবসা করছে। তার মধ্যে সেন্ট্রাল অ্যাভিনিউের উপর অবস্থিত ‘প্রাইভেট ডিটেকটিভ ব্যুরো’ বা রাসবিহারী মোড়ের কাছের ‘আই উইটনেস’-এর মতো সংস্থা বেশ ক’দশক ধরে গোয়েন্দাগিরির ব্যবসা চালাচ্ছে। এ শহরের বেসরকারি গোয়েন্দারা জানাচ্ছেন, কোভিড-উত্তর পর্বে বাড়ছে বিবাহবিচ্ছেদের মামলার অনুসন্ধানের সংখ্যা। পরকীয়া, সম্পর্কে সন্দেহ — এ সবই ডিটেকটিভের ব্যবসার রসদ। আর কী-কী ধরনের ‘কেস’ পান তাঁরা? কারা গোয়েন্দা হন? ডিটেকটিভের অন্দরমহলে আনন্দবাজার অনলাইন।