Price Hike

কোথাও ২ টাকা, কোথাও কেজিতে কম ৩ টাকা, মমতার ধমকের পর জেলার বাজারেও অভিযান

মুখ্যমন্ত্রীর ধমকের পর থেকেই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। প্রতিটি জেলার বাজারে চলছে নজরদারি। টাস্ক ফোর্সের দাবি, ইতিমধ্যেই দাম কমতেও শুরু করেছে। যদিও তা মানতে নারাজ ক্রেতারা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ১৯:৪৫
Share:
Advertisement

শুধু রাজধানী কলকাতাই নয়, শাকসবজির দামে আগুন লেগেছে গোটা রাজ্যেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে দাম কমানো নিয়ে কার্যত হুঁশিয়ারি দেন। তার পর থেকেই বাজারে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে টাস্ক ফোর্স। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই কিছু সবজির দাম কমতে শুরু করেছে। যদিও সে কথা মানতে নারাজ ক্রেতারা। তাঁদের আবার দাবি, টাস্ক ফোর্সের নজরদারি কমলেই দাম আবার আকাশ ছুঁয়ে ফেলবে। মৃল্যবৃদ্ধির সমস্যার স্থায়ী সমাধান চান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement