হাওয়া অফিস বলছে গরম থেকে শীঘ্রই রেহাই নেই দক্ষিণবঙ্গের। এই তাপপ্রবাহের মধ্যেই, চাঁদিফাটা রোদ মাথায় কাজে বেরোতে হয় অনেককেই। বাইরে বেরিয়ে হঠাৎ শরীর অসুস্থ! মাথা ঝিমঝিম, পেটে মোচড়। এ সব কি এই গরমে স্বাভাবিক ব্যাপার, না কি হিট স্ট্রোকের উপসর্গ? কী করবেন তৎক্ষণাৎ? জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক সুবর্ণ গোস্বামী।