derailment

হাওড়াগামী মেদিনীপুর লোকাল লাইনচ্যুত খড়্গপুরের কাছে

ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুর স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের বগি। ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৯
Share:
Advertisement

জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধের জেরে দুর্ভোগের মধ্যেই শনিবার লাইনচ্যুত হয়ে গেল মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের বগি। তবে সেই সময় ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। কারণ ওই রেলপথে কাজ চলছিল বলে রেল সূত্রে জানা গিয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ৩৭ মিনিট নাগাদ গিরি ময়দান স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে ওই বিপত্তি। ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় আতঙ্কিত যাত্রীরা লাফ দিয়ে নেমে পড়েন। অসীম শর্মা নামে দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনটির যাত্রী বলেন, ‘‘আচমকা বুঝতে পারলাম ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। আমরা এখন হেঁটেই স্টেশনের দিকে যাচ্ছি।’’ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। সাময়িক ভাবে ডাউন লাইনে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তবে খোলা ছিল আপ লাইন। সেখান দিয়ে চলাচল করছে ট্রেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement