প্রতিবেদন: প্রচেতা
লক্ষ্মীপুজোতেও জেল হেফাজতেই থাকবেন প্রাক্তন মন্ত্রী। তেমনিই নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আদালতের। বুধবার দশমীর দুপুরে এসএসসি মামলায় গ্রেফতার পার্থের শুনানি ছিল বিশেষ আদালতে। শুনানিতে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পার্থের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থের সঙ্গে এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহারও শুনানি ছিল বুধবার। প্রত্যেকেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই তিন জনই জামিনের আবেদন করেছিলেন আদালতে। কিন্তু পার্থ করেননি।