টিআরপির নিরিখে ‘পরিণীতা’ ধারাবাহিক বেঙ্গল টপার। পারুল-রায়ানের খুনসুটি বেশ পছন্দ করছেন দর্শক। ঈশানী ওরফে পারুলকে উদয় ওরফে রায়ান স্ত্রী হিসাবে মেনে না নিলেও পরিবারের বিপদে তারা একে অপরের পাশে। শ্বশুরবাড়িতে আসার পর থেকেই বারবার অপমানিত হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করছিল পারুল। সংসার সামলে কলেজেও জনপ্রিয় হয়ে উঠেছিল। এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে তাদের সম্পর্ক? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।