RG Kar Medical College and Hospital Incident
‘আমি বড় ডাক্তার হব তো মা, অনেক বড় ডাক্তার…’ সেই নামের পাশে ডিগ্রি বসল, মুছে গেল নাম
গান শিখেছিলেন, মা-র চেয়েও নাকি ভাল আলপনা দিতেন, বাড়িতে শুরু করেছিলেন দুর্গাপুজো। ছোটবেলা কেমন কেটেছিল আরজি করের তরুণী চিকিৎসকের? মুখোমুখি সন্তানহারা মা-বাবা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩০
বড় ডাক্তার হবে, সেই স্বপ্ন শুধু মেয়ে দেখেনি, দেখেছিলেন মধ্যবিত্ত মা-বাবাও। ৯ আগস্ট সেই স্বপ্নভঙ্গ। সন্তান হারিয়ে শোকস্তব্ধ বাবা-মা। ফাঁকা বাড়ির আনাচে-কানাচে মেয়ের ছোঁয়া। বিচারের জন্য একলা যাপন।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)