Pahalgam Terror Attack

পর্যটকদের বাঁচাতে প্রাণ দিয়েছেন টাট্টুওয়ালা আদিল, তবু আতঙ্কের ঘোড়সওয়ারিতে রাজি নন কেউ

সন্ত্রাসী হামলার পর টাট্টুওয়ালাদের বাজার মন্দা। পর্যটকদের দেখা নেই। যাও বা একজন দু’জনের ভিড়, তাঁরা টাট্টুঘোড়ায় চাপতে নারাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১১:১৫
Share:
Advertisement

শ্রীনগর থেকে পহেলগাঁও। সেখান থেকে পাহাড়ি পাথুরে পথ। পাঁচ কিলোমিটার দূরত্ব পেরিয়ে বৈসরন উপত্যকা। পৌঁছতে ভরসা টাট্টু ঘোড়া। সন্ত্রাসী হামলার পর টাট্টুওয়ালাদের বাজার মন্দা। পর্যটকদের দেখা নেই। টাট্টুওয়ালার এটাই কাজ। দশকের পর দশক। এ’ভাবেই পেট চলে। তাঁদের বক্তব্য ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা আগে কখনও ঘটেনি। জম্মু-কাশ্মীর যখন লাগাতার সন্ত্রাসে বিদ্ধ, তখনও পহেলগাঁওয়ে কোনও বড় জঙ্গি আক্রমণ হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement