এক দেশ এক ভোটের বিল নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটি রিপোর্ট দেয়। বিজেপি ঘেঁষা পত্রিকা স্বরাজ্য ১০ ডিসেম্বর একটি খবর প্রকাশ করে। স্বরাজ্যে’র খবর বিল মন্ত্রিসভা এখনও অনুমোদন করেনি। আবার অন্য একটি সূত্রের খবর বিল মন্ত্রিসভার ছাড়পত্র পেয়ে গিয়েছে। যাই হোক, বিল জমা পড়লে নিয়ে আলোচনা-পরামর্শের রাস্তায় হাঁটতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সরকার সর্বসম্মতি পেতে বিলটি যৌথ সংসদীয় দল বা জেপিসি-তে পাঠাতেও রাজি।