লোকসভায় নিশ্চিহ্ন! বিধানসভায় হার। ২৪ বছর পর ক্ষমতাচ্যুত নবীন পট্টনায়ক। ৪ তারিখ ফলপ্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন নবীন পট্টনায়ক। কে হবেন, ওড়িশার মুখ্যমন্ত্রী? সব থেকে বেশি চর্চায় রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সম্বলপুর লোকসভা কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জিতে প্রথমবারের জন্য সাংসদ হয়েছেন তিনি। দ্বিতীয় নাম বৈজয়ন্ত পণ্ডা। এই লোকসভা ভোটে ওড়িশার কেন্দ্রপাড়া থেকে জয়ী হয়েছেন তিনি। অতীতে বিজেডি থেকে দু’বার রাজ্যসভার সাংসদও হয়েছিলেন বৈজয়ন্ত। আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরামের নামও। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আবার বাজি ধরছেন অবসরপ্রাপ্ত আইএএস গিরিশ চন্দ্র মুর্মুর উপর। প্রথমত তিনি উপজাতি সম্প্রদায়ের। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন এই গিরিশ চন্দ্র মুর্মুই ছিলেন তাঁর অন্যতম আস্থাভাজন। সে কারণেই পরবর্তীতে কেন্দ্রের সরকারি শীর্ষ পদেও তাঁকে নিযুক্ত করা হয়। উৎকল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের কৃতী এই গিরিশ চন্দ্র মুর্মুই বিভক্ত জম্মু এবং কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর।