প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
পুরাণের চরিত্র দেব-চিকিৎসক ধন্বন্তরি। আয়ুর্বেদ চর্চায় পরিচিত চরিত্র সেই ধন্বন্তরি। এ বারে হিন্দু অতিকথা থেকে সরাসরি দেশের অ্যালোপাথি শিক্ষার সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রতীকে ধন্বন্তরি। ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতীকে অশোক স্তম্ভের জায়গা নিয়েছেন পুরাণ-বর্ণিত ভিষক। ‘ইন্ডিয়া’-র জায়গায় বসেছে ‘ভারত’। এতেই দেশের চিকিৎসাশাস্ত্রের শিক্ষাব্যবস্থায় ‘গৈরিকীকরণে’র ছক দেখছেন এ রাজ্যের চিকিৎসকদের একাংশ। অনেকেরই বক্তব্য, জাতীয় সংস্থার প্রতীকে একটি বিশেষ ধর্মের দেবতার ছবি ব্যবহার আসলে ধর্মনিরপেক্ষতায় আঘাত। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এই সিদ্ধান্তে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে।