Lion Capital Asoka

অশোক স্তম্ভের বদলে ধন্বন্তরি! বিতর্কে জাতীয় মেডিক্যাল কমিশনের নতুন প্রতীক

দেশের অ্যালোপাথি শিক্ষার সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই সিদ্ধান্ত আদতে ‘গৈরিকীকরণের চেষ্টা’, দাবি রাজ্যের চিকিৎসকদের একাংশের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ১৮:০২
Share:
Advertisement

পুরাণের চরিত্র দেব-চিকিৎসক ধন্বন্তরি। আয়ুর্বেদ চর্চায় পরিচিত চরিত্র সেই ধন্বন্তরি। এ বারে হিন্দু অতিকথা থেকে সরাসরি দেশের অ্যালোপাথি শিক্ষার সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রতীকে ধন্বন্তরি। ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতীকে অশোক স্তম্ভের জায়গা নিয়েছেন পুরাণ-বর্ণিত ভিষক। ‘ইন্ডিয়া’-র জায়গায় বসেছে ‘ভারত’। এতেই দেশের চিকিৎসাশাস্ত্রের শিক্ষাব্যবস্থায় ‘গৈরিকীকরণে’র ছক দেখছেন এ রাজ্যের চিকিৎসকদের একাংশ। অনেকেরই বক্তব্য, জাতীয় সংস্থার প্রতীকে একটি বিশেষ ধর্মের দেবতার ছবি ব্যবহার আসলে ধর্মনিরপেক্ষতায় আঘাত। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এই সিদ্ধান্তে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement