National Highway

কর্দমাক্ত জাতীয় সড়ক, স্কেভেটর দিয়ে তোলা হচ্ছে আটকে পড়া গাড়ি

রাস্তা সম্প্রসারণের জন্য কেটে রাখা হয়েছিল মাটি। বৃষ্টিতে সেই মাটি গলে ঢেকেছে রাস্তা। বিপাকে যান চলাচল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ২০:৪৬
Share:
Advertisement

দু’দিনের বৃষ্টিতে কাদায় মুড়ে গিয়েছে ৮১ নম্বর জাতীয় সড়ক। মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহতা ভবানীপুর ব্রিজ এলাকায় জাতীয় সড়কের কাদায় আটকে পড়ছে গাড়ি। বড় বড় স্কেভেটর দিয়ে সেই গাড়ি টেনে তোলার ব্যবস্থা করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

৮১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার জন্য মাটি কেটে জাতীয় সড়কের উপর রাখা হয়েছে। বৃষ্টির কারণে সেই মাটি গলে রাস্তা কর্দমাক্ত। তৈরি হয়েছে বড় বড় গর্ত। কার্যত এই রাস্তা দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারছে না। বিপাকে নিত্যযাত্রীরা। স্থানীয় ব্যবসায়ী সমিতি বৃহত্তর আন্দোলন এবং ব্যবসা বন্ধের ডাক দিয়েছে।

Advertisement

এ প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া বলেন, ‘‘ঢিমে তালে রাস্তা তৈরির জন্য এই অবস্থা। ব্যবসার কাজে কোনও মালপত্র বাইরে পাঠাতে বা সেখান থেকে আনতে পারছি না। সমস্যার সম্মুখীন হয়েছি। রাস্তায় গাড়ির চাকা বসে যাচ্ছে। এই ভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement