কলকাতার আমহার্স্ট স্ট্রিট বা ঠনঠনিয়া এলাকায় নৌকা নামাতে হত ভারী বৃষ্টি হলে। সেই ভয়াবহ দুর্ভোগ এখন হয় না। তবে এখনও ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকা, মুক্তারামবাবু স্ট্রিটের আশপাশের অঞ্চলের মানুষকে বর্ষাকালে ভোগান্তি পোহাতে হয় প্রতি বছর। সেই সমস্যা দূর করতেই এই এলাকায় নিকাশি পাম্পিং স্টেশনের কাজের সূচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সিটি কলেজের সামনে হৃষিকেশ পার্কে এই পাম্পিং স্টেশন তৈরি হবে। এই পাম্পিং স্টেশনের নাম নিয়ে এবার তৈরি হল জটিলতা। কী নাম রাখা হবে এই পাম্পিং স্টেশনের?