সোমবার মুম্বইয়ের ধুলোঝড়ে কয়েক মিনিটেই তছনছ হয়ে গিয়েছে আরব সাগরের তীরের ঝকঝকে শহর। প্রবল ঝড়ের প্রকোপে বিলবোর্ড উপড়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। জখম ৭৪ জন। প্রবল ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে যায় একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড, যা ১০০ ফুট লম্বা। পুলিশ সূত্রে খবর ওই বিলবোর্ডের নিচে চাপা পড়ে গিয়েছিলেন অনেকেই। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ এবং সেখানে থাকা বেশ কিছু গাড়ি। ৩ ঘন্টার অভিযানের পর ৬৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি ছন্দে ফিরিয়ে আনতে ঘটনাস্থলে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবার সকালেও ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে অব্যাহত রয়েছে যানজট।