প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
দত্তপুকুরের মোচপোল গ্রামে বিস্ফোরণস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে বাঁশবাগান। তাতে গোটা পাঁচেক অস্থায়ী বাঁশ-ত্রিপলের ছাউনি। ডাঁই করে রাখা স্টোনচিপ। ছড়িয়ে ছিটিয়ে আছে বারুদ আর বাজি তৈরির রাসায়নিক। বাজি তৈরির কারখানা? আলুবোমা তৈরিতে লাগত স্টোনচিপ? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, পরিমাণভেদে ওই স্টোনচিপই হয়ে উঠতে পারে প্রাণঘাতী স্প্লিন্টার। সে কারণেই এত মৃত্যু? ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। বিস্ফোরণস্থল ও কাছের বাঁশবাগানের ওই সব অস্থায়ী ছাউনি থেকে নমুনা সংগ্রহ করলেন তাঁরা।