বহু বছরের ‘বন্ধুত্ব’। এক সময় রাশিয়া থেকে অস্ত্র আমদানির উপরেই দাঁড়িয়ে ছিল ভারতের সামরিক পরাক্রম। তার পর গঙ্গা-ভোলগা দিয়ে অনেক জল গড়িয়েছে। ভারত কাছে এসেছে আমেরিকার। আরও রাশিয়া-ঘনিষ্ঠ হয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী চিন। তবে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন মোদী। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো সফরে মোদী। কী আলোচনা হবে পুতিনের সঙ্গে? এই বৈঠকের পর কি ভারত-রাশিয়া রসায়নে নতুন সমীকরণ তৈরি হবে? কোন পথে দু’দেশের ‘বন্ধুত্ব’?