প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক
আলিপুরের বিশেষ সিবিআই আদলতে ‘প্রযুক্তিগত জটিলতা’! ফলত, পিছিয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি। আদালত চেয়েছিল, আজ শুনানির সময় সশরীরে উপস্থিত থাকুন পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তরা। অন্যদিকে জেল কর্তৃপক্ষ আদালতের কাছে ভার্চুয়াল শুনানির আবেদন করে। শেষ পর্যন্ত প্রযুক্তিগত সমস্যার কারণে ভার্চুয়াল শুনানিও হল না। ‘অসন্তোষ’ প্রকাশ করে বিচারক জানালেন এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। সকাল সাড়ে দশটায় শুনানি শুরু হবে। সশরীরেই উপস্থিত থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহাদের। সিবিআইয়ের চার্জশিটের পর এই প্রথমবার জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়।