ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহের মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা নদীর ভাঙন ব্যাপক আকার নিয়েছে। রবিবার সকাল থেকে গোপালপুর অঞ্চলের বালুটোলায় শুরু হয়েছে ভাঙন। ৬০০ মিটার জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন। গত কয়েক দিনের ভাঙনে পশ্চিম নারায়ণপুরের ব্রজলালটোলা বিপন্ন। তাই জরুরি ভিত্তিতে কাজের জন্য সেচ দফতরের কর্তা ও জেলাশাসককে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন সাবিনা। ভাঙন দুর্গতদের সঙ্গে কথা বলেন।