Gastric

কিছু খেলেই পেটে ব্যথা? গ্যাস্ট্রিক আলসার নয় তো!

কিছু খেলেই পেটে ব্যথা? গ্যাস্ট্রিক আলসার নয় তো!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৫:২৯
Share:
Advertisement

খাবারে অরুচি?

কিছু খেলেই যেন পেটে জ্বালা করে?

Advertisement

হতেই পারে, এই উপসর্গ পেটে আলসারের প্রাথমিক লক্ষণ

Advertising
Advertising

জেনে নিন আলসারের কিছু প্রাথমিক লক্ষণ

১) যদি প্রায়শই পেটের উপরের ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরা ব্যথা হয় তবে সতর্ক হতে হবে।

২) গ্যাসট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার দু’তিন ঘণ্টা পর পেটে ব্যথা বাড়ে।

৩) খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লেও আপনার আলসার হয়ে থাকতে পারে। অনেক সময় দীর্ঘ ক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়।

৪) বুক জ্বালা করলে অনেক ক্ষেত্রেই অম্বলের সমস্যা ভেবে এড়িয়ে যাই। ঘন ঘন এমনটা হলে কিন্তু তা আলসারের লক্ষণ।

৫) সারাক্ষণ গা গোলানো, বমি-বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কি না, পরীক্ষা করিয়ে নিন।

পরিপাকতন্ত্রের আলসার কিন্তু প্রাণঘাতী হতে পারে

চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে এই আলসার থেকে সহজে মুক্তি মেলে না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement