নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের বছরও ঘোরেনি, এরমধ্যেই যে জ্যাসমিনের সুগন্ধে ম ম করছে বসন্তের বাতাস। হার্দিকের নতুন প্রেম নিয়ে গুঞ্জন সবুজ গালিচা থেকে গ্যালারির কোণায় কোণায়। গুঞ্জন জোরালো হয়েছে দুবাইতে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে গ্যালারি থেকে তাঁর চর্চিত প্রেমিকা জ্যাসমিন ওয়ালিয়ার চুমু ছোড়ার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই।