প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: জয়
এ মাস থেকে ফের বেড়েছে ওষুধের দাম। এই দাম বাড়ার পেছনে নির্বাচনী বন্ড ব্যবস্থাকেই দায়ী করছেন অনেকে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক দলগুলি দেশের ৩৫টিরও বেশি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে নির্বাচনী বন্ডে প্রায় ১০০০ কোটি টাকা অনুদান পেয়েছে। এই বন্ড কেনাবেচার জেরেই নিম্নমানের ওষুধে ছেয়ে গিয়েছে বাজার বলে দাবি করছেন অনেকে। অভিযোগ, তালিকায় এমন ৭টি সংস্থা আছে যাদের বিরুদ্ধে নিম্নমানের ওষুধ তৈরির তদন্ত চলছিল। তবে ওই সংস্থাগুলি নির্বাচনী বন্ডে টাকা দেওয়ার পরেই তদন্ত ঠান্ডাঘরে চলে যায় বলে দাবি করছে বিভিন্ন মহল।