সুপ্রিম কোর্টের রায়, কেজরিওয়াল সরকারের নিষেধাজ্ঞা, প্রচার অভিযান— সবই বৃথা গেল। ঠেকানো গেল না বাজির তাণ্ডব। বিকেল থেকেই বাজির আওয়াজে কাঁপল দিল্লির বিভিন্ন এলাকা। দিন কয়েক আগে বৃষ্টি হওয়ায় দিল্লির বাতাসের গুণমান দীপাবলির আগে খানিকটা শুধরে ছিল। কিন্তু রবিবার সন্ধ্যা থেকে চড়তে শুরু করে ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’। অসরকারি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সোমবার ভোরে দিল্লির কিছু কিছু এলাকায় বাতাসের গুণমান ৯০০-র কাছাকাছি পৌঁছয়। সোমবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে দিল্লি ও এনসিআরের বিস্তীর্ণ এলাকা।