Delhi Pollution

ধোঁয়াশায় ঢাকা সকাল, উৎসবের রাতের মাশুল গুনছে দিল্লি

শীর্ষ আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রবিবার রাতে দেদার শব্দবাজি ও আতশবাজি ফাটল দিল্লিতে। বাড়ল দূষণের মাত্রা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৫:০৬
Share:
Advertisement

সুপ্রিম কোর্টের রায়, কেজরিওয়াল সরকারের নিষেধাজ্ঞা, প্রচার অভিযান— সবই বৃথা গেল। ঠেকানো গেল না বাজির তাণ্ডব। বিকেল থেকেই বাজির আওয়াজে কাঁপল দিল্লির বিভিন্ন এলাকা। দিন কয়েক আগে বৃষ্টি হওয়ায় দিল্লির বাতাসের গুণমান দীপাবলির আগে খানিকটা শুধরে ছিল। কিন্তু রবিবার সন্ধ্যা থেকে চড়তে শুরু করে ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’। অসরকারি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সোমবার ভোরে দিল্লির কিছু কিছু এলাকায় বাতাসের গুণমান ৯০০-র কাছাকাছি পৌঁছয়। সোমবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে দিল্লি ও এনসিআরের বিস্তীর্ণ এলাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement