প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা ও চিত্রগ্রহণ: সুব্রত
মায়েদের বাজার। ইম্ফলের এই বিশাল বাজারে একটিও দোকান খুঁজে পাবেন না, যেটি কোনও পুরুষ দোকানি চালান। কেবল মাত্র মায়েরা অথবা বিবাহিত মহিলারাই ব্যবসা করতে পারেন এই বাজারে। লম্বা ইতিহাস এই বাজারের। অনেক ইতিহাসবিদের মত, ষোড়শ শতকে এই বাজারের প্রতিষ্ঠা। অস্থায়ী ছাউনিতে শুরু হলেও, এখন তিন তিনটে সুবিশাল পাকা বাড়িতে ঠাঁই হয়েছে প্রায় হাজার পাঁচেক দোকানের। শুধুই অর্থনৈতিক জীবন নয়, মণিপুরের রাজনৈতিক ইতিহাসেরও অংশীদার ইমা বাজার। একাদিক বার গণবিক্ষোভে শামিল হয়েছেন এই মায়েরা। মণিপুরের ইম্ফলের ইমা বাজারের জুড়ি মেলা ভার।