Mangroves

নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ম্যানগ্রোভ, প্রতিবাদ করলে জুটছে হুমকি, আতঙ্কে এলাকার বাসিন্দারা

নির্বিচারে ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ৷ কুলতলির ১ নম্বর গরানকাঠিতে ম্যানগ্রোভ এলাকায় জলে বাঁধ দেওয়া হয়েছে। ফলে লবণ জল আটকে থাকছে। মারা যাচ্ছে ম্যানগ্রোভ৷ স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফে কোনও নজরদারি নেই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কুলতলি শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৬
Share:
Advertisement

সুন্দরবনকে রক্ষা করছে ম্যানগ্রোভ৷ কিন্তু সেই ম্যানগ্রোভ ধ্বংস করার ফলে আতঙ্কে এলাকার বাসিন্দারা৷ কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর এলাকার নবিপুকুরিয়া নদীর চরে কাটা হচ্ছে ম্যানগ্রোভ৷ ১ নম্বর গরানকাঠিতে ম্যানগ্রোভ এলাকায় জলে বাঁধ দেওয়া হয়েছে। ফলে লবণ জল আটকে ম্যানগ্রোভ মারা যাচ্ছে৷ তারপর সেই জায়গায় তৈরি হচ্ছে মাছের ভেড়ি৷ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে৷ শুনতে হচ্ছে হুমকি৷ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি৷ ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে নির্বিচারে ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ৷

এর আগে ঘুর্ণিঝড়ে ম্যানগ্রোভ না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিস্তীর্ণ এলাকা৷ এলাকারই কিছু বাসিন্দা নিজেদের স্বার্থে অসাধু উপায়ে ম্যানগ্রোভ কেটে মাছ চাষের জন্য ভেড়ি তৈরি করছে৷ বনদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনিক স্তরে কেউ মুখ না খুললেও বিষয়টি সম্পর্কে জানতে পেরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কুলতলির বিধায়ক গণেশ মন্ডল৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement