প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পাহাড়ে ‘বন্ধ’-এর ডাক। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, পাহাড় থেকে প্রায় ৯ হাজার পরীক্ষার্থী এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসছে। প্রায় ৬০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ‘বন্ধ’-এর দিন এই কেন্দ্রগুলিতে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই ব্যবস্থা করবে প্রশাসন। এবিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় ফোনে কথাও বলেন আন্দোলনকারী নেতা বিনয় তামাঙের সঙ্গে। তিনি জানান বিনয় তাঁকে আস্বস্ত করেছেন যে পরীক্ষা কোনওভাবেই ব্যাহত হবে না। পর্ষদ সভাপতি পাশাপাশি এও জানিয়েছেন মে মাসের শেষের দিকেই মাধ্যমিকের ফলপ্রকাশ হবে।