ভিডিয়ো সৌজন্যে: পিটিআই, সম্পাদনা: বিজন
হেমা মালিনী। মথুরার দু’বারের সাংসদ। তৃতীয়বারও তাঁকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। ২০১৪ সালে যখন প্রথমবার নির্বাচনী লড়াইয়ে এসেছিলেন, শুনতে হয়েছিল ‘বহিরাগত’ তকমা। দশ বছর পর মথুরার বিদায়ী সাংসদ এই ‘বহিরাগত’ ইস্যুকে কী ভাবে দেখেন? রামজন্মভূমির পরই মথুরায় কৃষ্ণজন্মভূমির দাবি উঠেছে। বিদায়ী সাংসদ হেমা মালিনীও কি চান বৃন্দাবনে রামমন্দিরের মতো কৃষ্ণমন্দির তৈরি হোক? বিজেপি’র এ বারের স্লোগান, ‘আব কি বার চারশো পার’— কতটা আত্মবিশ্বাসী হেমা মালিনী?