যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে বিশিষ্টজনেদের আলাপচারিতা। আয়োজনে জিতেন্দ্র তিওয়ারি। কসবার পাঁচতারা হোটেলে ‘সঙ্গে অনির্বাণ’ শীর্ষক আলোচনাচক্রে উপস্থিত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ, পদ্মশ্রী কাজী মাসুম আখতার, চিকিৎসক মধুছন্দা কর, চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক, দেশের প্রথম রূপান্তরিত আইনজীবী মেঘ সায়ন্তন ঘোষ-সহ আরও অনেক বিশিষ্টজন। সভ্যদের মধ্যে উপস্থিত যাদবপুর লোকসভার একাধিক পুজো কমিটিও। ঘণ্টা দুয়েকের আলোচনায় কী হল, কে কী বললেন শুনল এবং দেখল আনন্দবাজার অনলাইন।