প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আগামিকাল সকাল থেকে দুপুরের মধ্যে অন্ধপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১১০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় নেল্লোর থেকে মছলিপত্তনমের মাঝে বাপাতলা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। এ রাজ্যে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায়ও।