সম্পাদনা: সৈকত
শিল্পসফরে স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনের প্রথম দিনেই বাজিমাত। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের সঙ্গে বৈঠক সফল। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করল লা লিগা। বাংলায় ফুটবল পরিকাঠামো গড়া থেকে ফুটবলের সামগ্রিক উন্নয়ন—বাংলায় আসছে লা লিগা। এখানেই তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি। মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী, এই উদ্যোগে শুধু পরিকাঠামোগত উন্নয়নই হবে না, বাংলা থেকেও তৈরি হবে মেসি, রোনাল্ডোদের মতো ফুটবলার। মাদ্রিদে বাংলার ফুটবলের সুখ্যাতি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, বাংলায় শিল্প গড়তে আন্তর্জাতিক বিপণন সংস্থা ‘জ়ারা’র সঙ্গেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং শপিং মল খোলার প্রস্তাব দিয়েছেন তিনি।