"উজান আমার সোনা ছেলে। লক্ষ্মী ছেলে।" কৌশিক গঙ্গোপাধ্যায়ের দিকে চেয়ে স্মিত হেসে বললেন চূর্ণী। ছোট থেকেই ভাবুক উজান কিছু করতে হলে মায়ের দিকে তাকাতেন। 'লক্ষ্মী ছেলে'র ফ্লোরে মায়ের সঙ্গে প্রথম শ্যুটের দিনে লম্বা সংলাপ বলার সময় যখন উজান আবার তাঁর মায়ের দিকে তাকালেন, তা দেখে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মনে হল, " সম্মতি নয়। মা এখন উজানের গুরু। উজান পরিণত হয়ে তাঁর অনুপ্রেরণার দিকে চেয়েছিল।" এ ভাবেই মিশে গেছে লক্ষ্মী ছেলের বাড়ি, পরিবার আর সিনেমা। বাবা-মা-ছেলের এই উদ্যোগে সামিল হয়েছে নন্দিতা-শিবপ্রসাদ।