প্রতিবেদন : রিঙ্কী, চিত্রগ্রহণ : অতনু, সম্পাদনা: বিজন
বর্ষা শুরু হতেই জেলার পাশাপাশি কলকাতাতেও বাড়ছে ডেঙ্গির দাপট। গত বছরের মতো এ বারেও উত্তরের তুলনায় দক্ষিণে ডেঙ্গির প্রকোপ বেশি। ডেঙ্গি প্রতিরোধে কড়া ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। দক্ষিণ কলকাতায় ফাঁকা জমি, তালাবন্ধ বাড়ি, অব্যবহৃত পুকুরের উপরে নজর রাখছে পুরসভা, কারণ ওই সব জায়গাতেই নোংরা আবর্জনা ফেলার প্রবণতা বেশি বলে জানাচ্ছেন আধিকারিকেরা। তাঁদের মতে, এই ধরণের জায়গাগুলিই হয়ে ওঠে ডেঙ্গি-বাহক মশার আঁতুড়ঘর। নাগরিক সচেতনতার অভাবের কথা জানাচ্ছেন পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ থেকে কাউন্সিলার সকলেই। সচেতনতা বাড়াতে লাগাতার মাইকিং শুরু করেছে পুরসভা। নিয়ম না মানলে নোটিসও দেওয়া হচ্ছে পুরসভার তরফে। তাতেও কাজ না হলে মামলা দায়ের করা হবে, দিতে হতে পারে এক লক্ষ টাকা জরিমানাও— হুঁশিয়ারি কলকাতা পুরসভার। মানুষের হুঁশ ফেরাতে পুরসভা কী কী পদক্ষেপ নিচ্ছে তা দেখতে দক্ষিণ কলকাতার একটি ওয়ার্ডে হাজির আনন্দবাজার অনলাইন।