১৯৪৭ সালের ১৪ অগস্ট দেশভাগ হয়। আলাদা রাষ্ট্র হিসেবে জন্ম হয় ভারত এবং পাকিস্তানের। ১৪ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান। দেশভাগের সেই দিনকে ২০২১ সালে ‘বিভাজন বিভীষিকা দিবস’ হিসেবে পালনের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালে ইউজিসি স্বাধীনতার ৭৫ বছর পালনের অঙ্গ হিসাবে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে দেশভাগের জেরে ক্ষতিগ্রস্ত মানুষের ছিন্নমূল হয়ে পড়ার বিষয়টি নিয়ে প্রদর্শনী করার নির্দেশ দেয়। একটি প্রদর্শনী তৈরিও করে দেয় ‘ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চ’ এবং ‘ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস’। বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই নির্দেশ এলে প্রতিবাদ করেছিল রাজ্য সরকার।