প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত
৪৭তম আন্তর্জাতিক বইমেলায় একশো পঁচাত্তর বছর পুরনো বেথুন স্কুলকে বিশেষ সম্মান। তৈরি হল গেট। বইমেলায় এখনও পর্যন্ত যে ৯টি গেট রয়েছে, তার একটি নির্মিত হয়েছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে। প্রতিটি গেটের সামনেই রয়েছে ‘কিউআর কোড’। সেখানে স্ক্যান করে ডিজিটাল ম্যাপের সাহায্য নিয়ে পাঠক পৌঁছে যেতে পারেন কাঙ্খিত স্টলে। এ বছর ছোট, বড়, মাঝারি প্রকাশক-সহ, লিটল ম্যাগাজিন এবং টেবিল মিলিয়ে মোট এক হাজারটি স্টল হয়েছে। বই মেলায় এ বছরের থিম ব্রিটেন। তার পাশেই রিকশা পেইন্টিংয়ে সুসজ্জিত হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। গগনচুম্বী সংবিধান বানিয়ে বইমেলায় রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার রূপ দিয়েছেন সাংসদ দোলা সেন। সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্তীও পালন করা হয়েছে। আলাদা করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী ওস্তাদ রাশিদ খানকে।