এঁরা বার বার নির্বাচনে দাঁড়ান। হেরে যান। ফের নির্বাচনে দাঁড়ান। ভোটে দাঁড়ানো এদের কাছে যেন নেশা। প্রতিপক্ষ কে, কিছু আসে-যায় না। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এমন ‘পরাজিত’ প্রার্থীর সংখ্যা কম নয়। বাংলাতে এ নজির কম থাকলেও, আছে তো বটেই। তবে বার বার হেরেও যারা জিতে হ্যাটট্রিক করেছেন, এমন নজিরও বর্তমান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। ২০১১ থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন। পরপর তিনবার বিধানসভা নির্বাচনে হেরেছেন। তা-ও একই প্রার্থীর কাছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, গত তিনবারের বিধানসভায় যে হারে সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে, তাতে এবার কি মুখরক্ষা হবে তাঁর?