কলকাতায় গঙ্গাতীরে কালীর আরাধনা করার স্বপ্নাদেশ পান রানি রাসমণি। এই মন্দিরের প্রতিমা তৈরির দায়িত্ব দেওয়া হয় তৎকালীন চিৎপুর রোডের ‘ওরিয়েন্টাল স্টোন ওয়ার্কস’ নামের একটি প্রতিষ্ঠানকে। যে প্রতিষ্ঠানের কর্তা ছিলেন বর্ধমানের কাটোয়া নিবাসী রামচন্দ্র ভাস্কর। রামচন্দ্রের সন্তান নবীন ভাস্কর। মাত্র ১৯ বছর বয়স। অত্যন্ত দক্ষতার সঙ্গে নবীন এই প্রতিমা নির্মাণের কাজ শেষ করেন। একই কষ্টি পাথর থেকে তৈরি করেন তিনটি কালী মূর্তি। প্রথম দুটি উচ্চতার কারণে পছন্দ হয়নি রানির। তৃতীয় মূর্তিটিই ভবতারিণী রূপে পুজো পেয়ে থাকেন।