মঙ্গলবার নবান্নের ডাক ফিরিয়ে দিয়েছিলেন। বুধবারের ডাকে সাড়া দিলেন, তবে পাল্টা চারটি শর্ত দিলেন স্বাস্থ্য ভবনের সামনে ২৬ ঘণ্টারও বেশি সময় ধরে ধর্নারত জুনিয়র চিকিৎসকেরা। সে সব শর্ত মানলে তবেই তাঁরা নবান্নের বৈঠকে বসতে রাজি। কিন্তু সেই বৈঠকে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না, সরকার কোনও প্রস্তাব দিলে তা নিয়ে ফিরে এসে ফের আলোচনা করা হবে বাকি আন্দোলনকারীদের সঙ্গে। ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে জানিয়ে দিলেন কিঞ্জল নন্দ। জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে লেখা মুখ্যসচিবের চিঠিতে বৈঠকের প্রস্তাবিত সময় সন্ধ্যা ৬টা পেরিয়ে গেলেও, আদৌ বৈঠক হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।