ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। শরীর সঙ্গ দিক বা না দিক, ১০ দফা নিয়ে তাঁরা আজও অনড়। অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা অনশন জারি রাখছেন। রাজ্য সরকারের যদিও দাবি, সিংহভাগ দাবিদাওয়াই মেনে নেওয়া হয়েছে। তাহলে কেন উঠছে না অনশন? সত্যিই কি রাজ্য সরকার দাবি মেনে নিয়েছে? কী বলছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা? কী কী দাবি তাঁদের? রাজ্য সরকারের বক্তব্যের প্রেক্ষিতেই বা কী জানাচ্ছেন তাঁরা? আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়া।