প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে দেড় মাসেরও বেশি সময়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়েছিল, তারা রিপোর্ট দিয়েছেন এ মাসের শুরুতেই। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতির বৈঠকের আগে ‘অল স্টেকহোল্ডার্স মিটিং’য়ে সেই রিপোর্ট পেশের দাবি তুললেন পড়ুয়াদের একাংশ। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দিন ‘অল স্টেকহোল্ডার্স মিটিং’ ডাকলেও উপাচার্য নিজে উপস্থিত ছিলেন না বলে জানাচ্ছেন পড়ুয়ারা। কেন উপাচার্য মিডিয়ার কাছে ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ করছেন, প্রশ্ন তুলছেন তাঁরা। পাশাপাশি, উপাচার্য যেন কোনও ভাবেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টের বৈধতা অস্বীকার না করেন, এই দাবিও জানাচ্ছেন ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে র্যাগিংয়ের প্রসঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা কম। অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বলেই বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।