Bengal SSC Recruitment Case

এক রাতে বদলাল জীবন! কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি হারিয়ে রাস্তায় ‘বেকার’ শিক্ষকেরা

হাই কোর্টের এসএসসি রায়ের পরের দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে চাকরি হারানো শিক্ষকেরা কলকাতার শহীদ মিনারের সামনে জমায়েত করেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ২০:১০
Share:
Advertisement

কেউ এসেছেন পুরুলিয়া থেকে, কেউ বা বাঁকুড়া থেকে। চোখেমুখে আতঙ্ক, ভবিষ্যত নিয়ে উদ্বেগ স্পষ্ট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে চাকরি হারানো শিক্ষকেরা কলকাতার শহীদ মিনারের সামনে জড়ো হয়েছিলেন মঙ্গলবার। সোমবার এসএসসি মামলায় রায় দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার! পাঁচ বছর ধরে যাঁরা চাকরি করছেন, রাতারাতি ‘বেকার’ তাঁরা। পরিবার পরিজন নিয়ে আতান্তরে পড়েছেন প্রায় ২১ হাজার শিক্ষক। জানেন না ভবিষ্যতে কী হবে! কী ভাবে ‘হারানো’ চাকরি ফেরত পাবেন। আদৌ ফেরত পাবেন কি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement