২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনিই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ২০১৯ সালে ৩৭০ ধারা রদ। ১০ বছর নির্বাচন হয়নি। ২০২৪ সালে বিধানসভা ভোটে জিতে সরকার গড়ে ওমর আবদুল্লার দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। তার পর থেকে একের পর এক জঙ্গিহানায় অশান্ত উপত্যকা। সন্ত্রাসবাদ তো আছেই। আছে ৩৭০ ধারা রদের কাঁটাও। এখনও পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরেনি জম্মু-কাশ্মীরে। কোন পাঁচ চ্যালেঞ্জের মুখোমুখি ওমর আবদুল্লার সরকার?