২ সেপ্টেম্বর, ১১টা বেজে ৫০ মিনিট। আবারও ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সূর্যের দিকে পাড়ি দিল ইসরোর মহাকাশযান আদিত্য-এল ১। ভারতীয় রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (পিএসএলভি)-এর কাঁধে চেপে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে রওনা দিল এই মহাকাশযান। প্রায় ১৫ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে মহাকাশযানটি। সময় লাগবে প্রায় ১২০ দিন। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য-এল ১-কে মহাকাশে পাঠানো হয়েছে।